এফবিআই প্রধানকে দুষলেন হিলারি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৬, ১২:৩৭ পিএম
এফবিআই প্রধানকে দুষলেন হিলারি

নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালককে দোষারোপ করছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

নির্বাচনের পর গণমাধ্যমের কাছে ফাঁস হওয়া হিলারির এক ফোন কলে শোনা যায়, ওই নির্বাচনে ডেমোক্রেটদের শীর্ষ দাতাদের কাছে এই অভিযোগ করেছেন তিনি। হিলারি মনে করেন, তার পরাজয়ের জন্য প্রধানত এফবিআই পরিচালক জেমস কোমে দায়ী।

ফোন কলে হিলারি ক্লিনটন বলেন, নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা থামিয়ে দেয়ার পর তার ই-মেইল বিষয়ে এফবিআই পরিচালক কোমের নতুন তদন্তের ঘোষণা নির্বাচনকে প্রভাবিত করেছে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে হিলারির বিরুদ্ধে তদন্ত করছে এফবিআই।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্পের বাসভবনের দিকে যাত্রা শুরু করেছে নিউইয়র্কের দুই হাজার বিক্ষোভকারী। ট্রাম্পকে উদ্দেশ্য করে ‘আমার প্রেসিডেন্ট নয়’ বলে স্লোগান দিচ্ছে তারা।

বুধবার ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে প্রতিবাদ অব্যাহত রেখেছে ট্রাম্প বিরোধীরা। প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির রিয়েল এস্টেট মোগল ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরী হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আরএস/এমটিআই

Link copied!