পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৬, ০৯:০০ পিএম
পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা নবাব আকবর খান বুগতি খুনের ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৬ সালের এই সামরিক অভিযানে বেলুচিস্তানের নেতা মারা যান।

সোমবার বেলুচিস্তান হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আকবর বুগতির ছেলে জামিল বুগতির করা মামলার শুনানি ছিল এদিন। ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি জামাল মান্দোখাইল ও বিচারপতি জাহিরুদ্দিন কাকার।

নিরাপত্তার কারণে বাদী আদালতে না গেলেও তার আইনজীবীর অভিযোগ, একাধিকবার আদেশ সত্ত্বেও প্রেসিডেন্ট পারভেজ মোশারফ আদালতে হাজির হননি। চলতি বছরের মার্চ মাসে পাকিস্তান সরকার মোশারফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়।

২০০৬ সালে বেলুচিস্তানের কোহলুতে পাহাড়ে অভিযান চালায় পাক সেনারা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদীরা। তারা পাকিস্তান সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলা চালায়। ২০০৮ সালে পাকিস্তান ছাড়েন পারভেজ মোশাররফ। ২০১৩ সালে দেশে ফিরে নির্বাচনে অংশ নিলেও তাতে হেরে যান।

সোনালীনিউজ/ ঢাকা/ আরএস

Link copied!