মুসলিম সামরিক জোটের প্রধান হচ্ছেন রাহিল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৭, ০২:৪০ পিএম
মুসলিম সামরিক জোটের প্রধান হচ্ছেন রাহিল

ঢাকা: সৌদি নেতৃত্বাধিন ৩৯ মুসলিম দেশের নতুন সামরিক জোটের কমান্ডার ইন চিফ হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে।

গত শুক্রবার দেশটির জিও টিভির এক আলোচনা অনুষ্ঠানে এমন বিস্ফোরক খবর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ। তিনি জানান, এ বিষয়ে কয়েক দিন আগে একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে।

জেনারেল রাহিল পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে অবসরে যান গত নভেম্বরে। সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে মূলত সুন্নি মুসলিম দেশগুলোর এই জোটের প্রথম ঘোষণা আসে ২০১৫ সালের ডিসেম্বরে। 

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ১৫ ডিসেম্বর জানান, সৌদি আরবের আমন্ত্রণে ‘ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজম’ নামের এই নতুন জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ওই জোটের অধীনে সামরিক অভিযানে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না- সে বিষয়ে সরকারের তরফ থেকে কখনোই কিছু বলা হয়নি। ৩৯ দেশের এই জোটের সদরদপ্তর হবে রিয়াদে। তবে জোটের কাজের ধরন কেমন হবে, সে বিষয়টিও এখনও স্পষ্ট করা হয়নি।  

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!