বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০১৭, ০৭:০৮ পিএম
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ঢাকা: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ভ্রমণের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের ওপর ফের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র৷বিশেষ করে বাংলাদেশে একাধিক সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।

সোমবার (৬ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে বলে, সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে৷ তাই বাংলাদেশ ভ্রমণে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ৷ এ সতর্কতা নতুন করে জারি করা হয়নি, আগে থেকেই এ সতর্কতা কার্যকর ছিল৷ পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে মনে করিয়ে দিতেই ফের বার্তা দিল দেশটি।

নতুন জারি করা বার্তায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করার অংশ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে৷মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের আশঙ্কা, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করছে৷ মার্কিন স্থাপনা, নাগরিক ও স্বার্থে এ হামলা হতে পারে৷'

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, আফগানিস্তানের কোনো এলাকাই সহিংসতা থেকে মুক্ত নয়৷ প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, আদিবাসীদের বিদ্রোহী গ্রুপ ও অন্যান্য জঙ্গিরা পাকিস্তানেও মার্কিন নাগরিকদের জন্য হুমকি৷

ভারতের বিষয়ে বলা হয়েছে,  দেশটিতে উগ্রপন্থিরা সক্রিয় রেয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা, রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতা হঠাৎ করেই ঘটে৷ ফলে এই তিনটি দেশ ভ্রমণের সময় মার্কিন নাগরিকদের অত্যাধিক সতর্কতা এবং নিজেদের নিরাপত্তায় সচেতন থাকতে হবে৷

বাংলাদেশ ভ্রমণে এমন সতর্কতা নতুন নয়। কিন্তু একটি দেশের এই বার্তার প্রভাব পড়ে বাংলাদেশে আগত অন্যান্য দেশের পর্যটকদের ওপর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিতান্ত প্রয়োজন না হলে বাংলাদেশে আসতে চান না কেউ। এতে ক্রমেই নিরাপত্তা ইস্যুতে নেতিবাচক হিসেবে বাংলাদেশ পরিচিত হচ্ছে বিশ্ব দরবারে।

সোনালীনিউজ/আতা

Link copied!