দাড়ি ও হিজাব নিষিদ্ধ করলো চীন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০১৭, ০১:১৭ পিএম
দাড়ি ও হিজাব নিষিদ্ধ করলো চীন

ফাইল ছবি

ঢাকা: চীনের মুসলিম অধ্যুষিত জিংজিয়াং প্রদেশে দাড়ি রাখা ও নারীদের হিজাব পড়া নিষিদ্ধ করেছে প্রাদেশিক সরকার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘চীনের পশ্চিমাঞ্চলিয় প্রদেশ জিংজিয়াংয়ে মুসলিমদের বিপক্ষে আরো একটি খড়গ নেমে এসেছে।’  

দেশেটির রাষ্ট্রিয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির রাস্তায় প্রকাশ্যে কেউ হিজাব পড়ে ও ‘অস্বাভাবিক’ লম্বা দাড়ি রেখে বের হতে পারবে না।

রাষ্ট্রিয় হিসেবে জিংজিয়াংয়ে ৪৫ শতাংশ মানুষই উইঘু মুসলিম। বেসরকারী হিসেবে এর সংখ্যা অনেক বেশি। যারা হানদের দ্বারা নির্যাতিত এবং রাষ্ট্রিয়ভাবে চরম বৈষম্যের শিকার। 

সাম্প্রতিক বছরগুলোতেও হান ও উইঘু মুসলিমদের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়েছে। সরকারের দাবি মুসলিম জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদিরা এসবের জন্য দায়ি। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে অন্যকথা! অবিরতভাবে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে প্রদেশটির পুলিশ। যা মুসলিমদের চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে।

স্থানীয় মুসলিম নেতৃবিন্দুর অভিযোগ, মুসলিমদের নিশ্চিহ্ন করতেই এসব অভিযোগ তুলি হত্যা করছে পুলিশ। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!