‘বাংলাদেশকে পানি দিতে পারব না’

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১২:১৩ পিএম
‘বাংলাদেশকে পানি দিতে পারব না’

ঢাকা : তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি বলেছেন, বাংলাদেশকে পানি দেয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আলিপুর দুয়ারের বীরপাড়ায় এক সভায় মমতা বলেন, ‘বাংলাদেশকে আমিও পানি দিতে চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি। যেখানে পানি আছে সেখান থেকে দেব। যেখানে নেই সেখান থেকে দেব কী করে?’

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষগুলোকে মেরে, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করে বাংলাদেশকে পানি দিতে পারব না।’ দুই দেশের সরকারকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার গজলডোবার ওপর অনেকের নজর আছে দেখছি। চার বছর ধরে গজলডোবা করেছি। তিন হাজার কোটি রুপির প্রজেক্ট। গজলডোবাই যদি তোমাদের দিয়ে দিই, তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি পানি পাবে না।’

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে তার সঙ্গে একান্ত বৈঠকেও তিস্তার পানি বণ্টনে সায় দেননি মমতা। বিপরীতে বিকল্প প্রস্তাব দেন তিনি। তার এ বিকল্প প্রস্তাবে দুই দেশের শীর্ষ পর্যায়ে বেশ অস্বস্তি দেখা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার সফর শেষের পর রাজ্যের প্রায় প্রতিটি সভা থেকেই তিস্তা ইস্যুতে অনড় অবস্থান ব্যক্ত করছেন মমতা।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!