ভারতের রাস্তায় উড়ছে সাদা মেঘ!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৬:০০ পিএম
ভারতের রাস্তায় উড়ছে সাদা মেঘ!

ঢাকা: ভারতের বেঙ্গালুরুতে রাস্তায় উড়ছে সাদা মেঘ, দেখতে ঠিক মেঘের মতই। তাই স্থানীয়া অনেকেই একে মেঘ বলছে। তবে এই মেঘগুলো মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কারণ, এগুলো বিষাক্ত। রাজ্যের ভারথুর লেকের পাশের ব্যস্ত সড়কে উড়ছে ফেনা। বিষাক্ত হওয়ায় মানুষ এসব মাড়িয়ে গন্তব্যে যেতে চাইছেন না। অপেক্ষা করছেন কখন সরে যাবে এগুলো। এর ফলে দেখা দিয়েছে যানজট।

এবার বেশ আগেভাগেই বর্ষা এসেছে বেঙ্গালুরুতে। এতে অসহনীয় গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে বাসিন্দারা। তবে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে এই বিষাক্ত ফেনা। ভারথুর লেকের পাশের হোয়াইটফিল্ড মূল সড়ক ছেয়ে গেছে সাদা মেঘের ফেনায়।

হোয়াইটফিল্ড রাইজিং নামের একটি নাগরিক গোষ্ঠীর সদস্য প্রবীর বি বলেন, গত শনিবার সকাল থেকে রাস্তায় উড়ছে এই বিষাক্ত ফেনা। এগুলো মূলত লেকের পানিতে ভাসছে। বাতাসের তোড়ে উড়ে চলে আসছে রাস্তার পাশের সড়কে। পুরো সড়ক এই বিষাক্ত ফেনায় ভরে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে, হেলমেট পরা থাকলেও এই সাদা ফেনাগুলো ভেতরে ঢুকে ত্বকের ক্ষতি করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই বিষাক্ত সাদা ফোমের কারণে তাদের চলাচলে সমস্যা হচ্ছে। লেকের পাশের একটি হাসপাতাল ও বিপণিকেন্দ্রেও এগুলো উড়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশদূষণের কারণে এমনটা হচ্ছে। অথচ কর্তৃপক্ষ দূষণ কমানোর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপই নিচ্ছে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!