কিশোরীর আপত্তিকর স্থানে পুলিশের হাত, অতঃপর...

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৭, ০৪:১০ পিএম
কিশোরীর আপত্তিকর স্থানে পুলিশের হাত, অতঃপর...

ঢাকা: দুই সংখ্যালঘু কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে ভারতের উত্তর প্রদেশের মনিপুরি জেলার এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ মে মনিপুরি জেলার কাড়িঘাট পুলিশ ফাঁড়িতে ওই কিশোরীদ্বয়ের শরীরে আপত্তিকরভাবে হাত দেয়ার ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম ঈশ্বরপ্রসাদ।

এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়লে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার শিকার দুই বোন ২৫ মে স্থানীয় থানায় এই উত্ত্যক্তের অভিযোগে একটি মামলা করেন।

স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রাজেশ এস জানান, এ ঘটনার ভিডিও রাজ্য পুলিশের হাতে এসেছে। তারা ‘অ্যান্টিরোমিও স্কোয়াডের’ আওতায় এই উত্ত্যক্তের বিষয়টি খতিয়ে দেখছে। ওই ভিডিওতে দেখা যায়, ওই কনস্টেবল একটি খাটের ওপর শোয়া অবস্থায় দুই কিশোরীর শরীরে অত্যন্ত বাজেভাবে হাত বোলাচ্ছেন।

এদিকে, অভিযুক্ত কনস্টেবল ঈশ্বরপ্রসাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাদের একজনের হাত স্পর্শ করে বাড়ি চলে যেতে বলেছি। আমি তাদের কোনোরকম উত্ত্যক্ত করিনি। সূত্র: এএনআই।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!