রাসূল (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় যুবকের মৃত্যুদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০১৭, ০১:০৪ পিএম
রাসূল (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় যুবকের মৃত্যুদণ্ড

ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেধর্মী কথা শেয়ার করায় ৩০ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। ইসলাম ধর্ম নিয়ে ওই যুবক বিরূপ মন্তব্য করায় গত শনিবার বিচারক সাবির আহমেদ এই রায় ঘোষণা করেন।

শিয়া সম্প্রদায়ের ওই যুবককে গতবছর বাহাওয়ালপুর থেকে গ্রেপ্তার করা হয়। ওকারার বাসিন্দা ওই যুবক হজরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে ফেসবুকে মর্যাদা হানিকর মন্তব্য করেন। এরপর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়।

সাইবার ক্রাইম সংক্রান্ত মামলায় এখন পর্যন্ত পাকিস্তানে এটাই সবচেয়ে বড় শাস্তি। বেধর্মী কথাবার্তায় দোষীসাব্যস্ত কাউকে এর আগে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। 

তবে চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে পাকিস্তানের আবদুল ওয়ালি খান ইউনির্ভাসিটিতে মাশাল খান নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনা অবশ্য শোরগোল ফেলে দেয়। 

সোনালীনিউজ/ এসও

Link copied!