স্পিকারকে কাকা বলায় চাকরি গেল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০১:৩১ এএম
স্পিকারকে কাকা বলায় চাকরি গেল

ঢাকা : স্যার না বলে বিধানসভার স্পিকারকে ‘কাকা’ সম্বোধন করায় চাকরি হারালেন হাসপাতালের এক নিরাপত্তারক্ষী। এমনকি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনাই ঘটলো গুজরাটের গাঁধীনগরে।

জানা গেছে, ছেলেকে সঙ্গে নিয়ে গাঁধীনগর সিভিল হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন গুজরাট বিধানসভার স্পিকার রমনলাল ভোরা। ট্রমা সেন্টারের ঠিক বাইরে তার গাড়ি পার্ক করা হয়। এক নিরাপত্তারক্ষী এসে নাকি রমনলালকে বলেন- ‘কাকা, ট্রমা সেন্টারের সামনে গাড়ি রাখবেন না।’ ব্যস, তাতেই চটে যান স্পিকার।

এই ‘অপরাধ’-এর জন্য ওই রক্ষীর কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই তাকে বরখাস্ত করা হয়। শুধু কর্মীকে সরিয়ে দেওয়াই নয়, যে নিরাপত্তা সংস্থা ওই হাসপাতালে কর্মী সরবরাহ করে তাদের চুক্তিও বাতিল করা হয়।

হাসপাতালের সুপার বিপিন নায়েক বলেন, রমনলাল ভোরা শুধু বিধানসভার অধ্যক্ষই (স্পিকার) নন, রাজ্যের একজন প্রবীণ নাগরিকও। তার সঙ্গে ভালো ব্যবহার করেননি ওই নিরাপত্তারক্ষী। তাই অধ্যক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোনালীনিউজ/ এসও

Link copied!