মিশরে দুই ট্রেনের সংঘর্ষে ৩৬ জনের প্রাণহানি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ১১:১০ পিএম
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে ৩৬ জনের প্রাণহানি

দুর্ঘটনাকবলিত ট্রেন

ঢাকা: মিশরের উপকূলীয় আলেক্সান্দ্রিয়া শহরে দুই যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছে ১২০ জনেরও বেশি যাত্রী।

কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সাইদ থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ জন নিহত এবং ৮৪ জন আহত হওয়ার খবর জানালেও পরে আরো ৩৬ জনের প্রাণহানির হওয়ার তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে অসংখ্য মানুষের ভিড়। এছাড়া মাটিতে লাশ পড়ে থাকতেও দেখা যায়।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দেশটির যোগাযোগমন্ত্রী জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মিশরে এর আগে ২০১৩ সালে একটি ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে হলে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছিল।

তবে মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। কায়রোর কাছে ওই ঘটনায় পুরো ট্রেনে আগুন ধরে গেলে অন্তত ৩৭০ জন লোকের প্রাণহানি ঘটে। সূত্র : রয়টার্স।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!