মেক্সিকোর ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৩:২২ পিএম
মেক্সিকোর ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

ঢাকা: মাত্র ১১ দিনের ব্যবধানে মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০-এ দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ধসে পড়া ভবনের নিচে এখনো আটকে আছেন অনেক মানুষ।

মেক্সিকোর স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মেক্সিকো সিটিতে ৭ দশমিক ১ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যে। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে মানুষজন রাস্তায় বের হতে থাকেন।

এর আগে দেশটিতে গত ৮ সেপ্টেম্বর ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে কমপক্ষে ৯০ জনের মৃত্যু ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পে মেক্সিকো সিটিতে ২০টির বেশি ভবন ধসে পড়েছে। ভবনের নিচে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো জানিয়েছেন, রাজধানীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!