বিশ্বের শীর্ষ ধনী এবার জেফ বেজোস

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ০৪:৩৪ পিএম
বিশ্বের শীর্ষ ধনী এবার জেফ বেজোস

ঢাকা: আবারও বিশ্বের শীর্ষ ধনীর খেতাব জিতলেন আমাজনের জেফ বেজোস (৫৪)। বিল গেটসকে টপকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী জেফ বেজোসই এখন সর্বাধিক সম্পদের মালিক।

গত সোমবার তাঁর সম্পদের মূল্য ১৫০ বিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে বেজোসের ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ বেড়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে গেছেন তিনি।

বর্তমানে গেটসের সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। অবশ্য ১৯৯৬ সাল থেকে ৭০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার ও ২৯০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করছেন তিনি। অবশ্য এর আগেও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছিলেন বেজোস। ২০১৭ সালে আমাজনের শেয়ারের দাম হঠাৎ বেড়ে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি শীর্ষে উঠে গিয়েছিলেন।

সোনালীনিউজ/এসএস

Link copied!