ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ১২:১৪ পিএম
ফিজিতে ৮.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ফিজি ও টোঙ্গা দ্বীপপুঞ্জের নিকটবর্তী প্রশান্ত মহাসাগর অঞ্চলে ৮ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে সাগরের অনেক গভীরে কম্পন সৃষ্টির ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৯ আগষ্ট) ওই ভূকম্পন হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সেন্টারও (টিডব্লিউসি) জানায়, অনেক গভীরে আঘাত হানার ফলে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সৃষ্টির আশঙ্কা নেই।

৩৪৭ দশমিক ৭ মাইল (৫৬০ কিলোমিটার) গভীরে ওই কম্পন সৃষ্টি হওয়ার ফলে ভূপৃষ্ঠের ওপরে সেটির প্রভাব পড়ার কথা নয়।

ইউএসজিএসের ভূ-পদার্থবিদ জানা পার্সলে টেলিফোনে বলেন, ‘আমি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি না, মানুষজন কম্পনটি অনুভব করতে পারবে। কিন্তু এটি এতই গভীরে যে আমার মনে হয় না কোনো ক্ষয়ক্ষতি হবে।’  

শুরুতে কম্পনটিকে ৮ মাত্রার ধরা হলেও পরে ৮ দশমিক ২ মাত্রার হয় বলে জানা যায়। ভূপৃষ্ঠের অতটা গভীরে না হলে এতে ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতি হতে পারত।

ফিজির শহর লেভুকার ১৬৭ মাইল (২৭০ কিলোমিটার) পূর্বে ও টোঙ্গার  নিয়াফু শহরের ২৭৫ মাইল (৪৪৩ কিলোমিটার) পশ্চিমে ওই কম্পনটির উপকেন্দ্র বলে জানা গেছে। ওই অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকার আওতাভুক্ত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!