ফিলিপিন্সে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৮, ০৯:০৪ পিএম
ফিলিপিন্সে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপিন্সের উত্তরাঞ্চলের দ্বীপ লুজন জাম্বোয়াংগা দেল সুর প্রদেশে পাগাদিয়ান শহর।

স্থানীয় সময় রোববার (৪ নভেম্বর) বিকেলে ৬ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি’র বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিএমএ নেটওয়ার্ক।

এই ইনস্টিটিউটের মতে, রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে পাগাদিয়ান শহরের ১০ কিলোমিটার উত্তরে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০৮ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।

এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আরো ছোট ছোট ভূমিকম্প আঘাত হানতে পারে বলেও মনে করছে ইসস্টিটিউটটি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ‘ওমপোং’ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত এবং মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে শতাধিক মানুষ মারা যায়।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!