আফগান সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, নিহত শতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৯:০৪ পিএম
আফগান সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, নিহত শতাধিক

ঢাকা: আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় শতাধিক সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) দেশটির সেন্ট্রাল মায়দান ওয়ার্দাক প্রদেশের সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানায়, প্রথম দিকে সামরিক ঘাঁটিতে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। পরে হামলাকারীরা প্রকাশ্যে গুলি করতে থাকে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন।

 প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সালিম আসগার বলেন, হতাহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।  আহত কিছু ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
জঙ্গি গোষ্ঠী তালেবান আফগান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালায়।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর পর দুজন বন্দুকধারী তালেবান জঙ্গি ঘাঁটির ভেতের প্রবশে করেন। তাছাড়া আফগান তালেবানও এ হামলার দায় স্বীকার করেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!