মসজিদে হামলার ভিডিও প্রচার করায় কিশোর আটক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০১:৩৯ পিএম
মসজিদে হামলার ভিডিও প্রচার করায় কিশোর আটক

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হামলার ভিডিও সম্প্রচার করার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে।তবে আদালতের বিচারক তার নাম গোপন রাখতে নির্দেশ দিয়েছেন।

জানা যায়,বার্তাসহ মসজিদের হামলার ছবি প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে। তার প্রতিটা অভিযোগের বিপরীতে অন্তত ১৪ বছর কারাদণ্ড হতে পারে। আদালত তার জামিন মঞ্জুর করেননি। তাকে ফের আগামী ৮ এপ্রিল আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে হতাহতের ঘটনায় ৪০ জন নিহত হয়।নিহত ৪০ জনের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!