নিজের বানানো বিমান ফেরত ফেলেন পপকর্ন বিক্রেতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০২:০৭ পিএম
নিজের বানানো বিমান ফেরত ফেলেন পপকর্ন বিক্রেতা

ঢাকা : মোহাম্মদ ফয়েজ পাকিস্তানি নাগরিক। পপকর্ন বিক্রি করে এবং নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। নিজের সঞ্চয় ও ৫০ হাজার রুপি ব্যাংক ঋণ নিয়ে ছোট্ট একটি বিমান বানিয়ে পড়েছেন বিপাকে।

৩১ মার্চ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে এবং বিমানটিও জব্দ করা হয়। গ্রেফতার হওয়ার সময় একটি খোলা মাঠে বিমানটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছিলেন তিনি।

পরে অবশ্য ৩ হাজার রুপি মুচলেকা দিয়ে মোহাম্মদ ফয়েজ কে ছেড়ে দিয়েছে স্থানীয় আদালত। নিজের কষ্টে বানানো বিমানও ফেরত পাচ্ছেন তিনি। নিজের বিমান ফেরত পেয়ে মোহাম্মদ ফয়েজ বেশ খুশি। তবে বিমানটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পরীক্ষা করবে।

সিভিল এভিয়েশন সংস্থার বিশেষজ্ঞ নাসীম আহমেদ বলেন, এখানে অনুমোদনের বিষয় আছে। এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই। আল্লাহ না করুক বিমান যদি কোনো ভবনের সংঘর্ষ হয় তাহলে কী হবে। অজ্ঞতা কখনো অজুহাত হতে পারে না।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!