কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মামল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৬, ০৯:২৫ পিএম
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মামল

সোনালীনিউজ ডেস্ক

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
 
রবিবার সন্ধ্যায় নিহতের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর অত্যাচার ও চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন জামাল উদ্দিন। আর এ কারণে চেয়ারম্যান তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এনিয়ে জামাল উদ্দিন বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। এতে ওই চেয়ারম্যান আরো ক্ষীপ্ত হয়ে শুক্রবার মামলার আসামিদের নিয়ে জামাল উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। পরে রাত আটটার দিকে জামাল উদ্দিন পদুয়া রাস্তার মাথায় পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা বাচ্চুর নেতৃত্বে আসামিরা তাকে জোরপূর্বক পাশ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে আসামিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

Link copied!