বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাসোওয়ারি, মেরে ফেলতে পারে মানুষকেও 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৪২ পিএম
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাসোওয়ারি, মেরে ফেলতে পারে মানুষকেও 

ঢাকা: সাধারণত পাখিরা মানুষকে দেখে ভয় পায়। তবে মানুষ ভয় পায় এমন পাখির সংখ্যা বিশ্বে খুবই কম। আর এই তালিকায় রয়েছে ক্যাসোওয়ারি নামের একটি পাখি। ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি’ হিসেবে পরিচিত ক্যাসোওয়ারি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টে বাস করে। 

‘বিপজ্জনক’ এই পাখিটি উজ্জ্বল নীল মুখ, শিরস্ত্রাণের মতো মাথার পোশাক এবং ক্ষুরের মতো ধারালো নখরের কারণে একইসঙ্গে সুন্দর ও বিপজ্জনক।  এসব পাখির ওজন ৩১০ কেজি পর্যন্ত হতে পারে আর লম্বায় মানুষের সমান। 

পাপুয়া নিউ গিনির বন্য অঞ্চলে ক্যাসোওয়ারিদের ওপর পাঁচ বছর ধরে গবেষণা করা অ্যান্ড্রু ম্যাক সিএনএনকে বলেন, ‘এদের মধ্যে কিছু আদিমতা আছে। তারা দেখতে জীবন্ত ডাইনোসরের মতো। ’

বলা হয় যে ক্যাসোওয়ারিরা ভীতু এবং সাধারণত তাদের সনাক্ত করা কঠিন।  তারা খুব বেশি হিংস্র নয় এবং খুব কম মানুষকে আক্রমণ করে। কিন্তু যদি তারা বিরক্ত হয় বা রেগে যায়, তখন ভয়াবহ ক্ষতি করতে পারে। 

যদিও এই বড় পাখিগুলো উড়তে সক্ষম নয়। তবে তারা শক্তিশালী পাগুলির কারণে দ্রুত নড়াচড়া করতে পারে।  তারা স্থল ও পানিতে দ্রুত নড়াচড়া করতে পারে, সেইসঙ্গে ভালো সাঁতারুও।  রেইন ফরেস্টে, ক্যাসোওয়ারিদের ঘণ্টায় ৩১ মাইল বেগে দৌড়াতে দেখা গেছে

ক্যাসোওয়ারিরা বাতাসে সাত ফুট উঁচুতে লাফ দিতে পারে এবং তাদের শত্রুকে শক্তিশালী লাথি মারতে পারে। তারা তাদের ধারালো নখর ব্যবহার করে মানুষসহ যেকোনও প্রাণিকে চিরে ও ফুটো করে দিতে পারে। 

যদিও এই পাখিগুলো দেখতে বিশাল এবং ভয়ঙ্কর, তবুও ক্যাসোওয়ারির কারণে মানুষের মৃত্যুর চেয়ে অনেক বেশি ক্যাসোওয়ারির মৃত্যু মানুষের কারণে হয় বলে জানিয়েছে কমিউনিটি ফর কোস্টাল অ্যান্ড ক্যাসোওয়ারি কনজারভেশনের প্রতিষ্ঠাতা পিটার রাউলস।

তথ্যসূত্র: এনডিটিভি

আইএ

Link copied!