বক্ষ যুগলের যত্ন নিন পাঁচ মিনিটেই, দরকার শুধু এই একটি ডিভাইস

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০১:৩০ পিএম
বক্ষ যুগলের যত্ন নিন পাঁচ মিনিটেই, দরকার শুধু এই একটি ডিভাইস

ঢাকা: নারী শরীরের সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো তার বক্ষ যুগল। এটার যত্ন নিতে সবসময় ব্যস্ত থাকেন প্রতিটি নারীই। কিন্তু ভয়াবহ স্তন ক্যান্সারের সমস্যায় ভুগছেন বহু মেয়ে। আর এই সমস্যার সমাধান দিতে এলো নতুন একটি ডিভাইস। ওয়্যারলেস এই ডিভাইসের মাধ্যমে পাঁচ মিনিটের মধ্যে যে কোনও স্বাস্থ্যকর্মী স্তন ক্যান্সার চিহ্নিত করতে পারবেন। স্মার্টফোন বা ট্যাবে দেখা যাবে পরীক্ষার ফল।

মার্কিন এক সংস্থা নিয়ে আসছে এই ডিভাইস। নতুন এই যন্ত্রটির নাম iBreast Exam. ড্রেক্সাল ইউনিভার্সিটির গবেষণায় তৈরি হয়েছে এই যন্ত্র। এই পদ্ধতিতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যন্ত্রের মাধ্যমে যে কোনও সাধারণ স্বাস্থ্যকর্মী এই কাজ করতে পারবেন। ফলে অনেক সহজেই ধরা পড়বে রোগ। সুবিধা হবে চিকিৎসায়।

সোনালীনিউজ/এইচএন

Link copied!