শীতে শিশুর ত্বকের যত্নে যা করবেন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০, ০১:১২ পিএম
শীতে শিশুর ত্বকের যত্নে যা করবেন

ঢাকা: শীতকাল মানেই রুক্ষ-শুষ্ক ত্বক। ত্বকের কোমলতা বজায় রাখতে আমাদের কতকিছুই না করতে হয়। বড়দের তুলনায় শিশুদের ত্বক খুবই নাজুক ও স্পর্শকাতর হয়ে থাকে। যার কারণে শীতের আর্দ্র আবহাওয়াতে শিশুর ত্বক তুলনামূলক বেশি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই এই কোমল ত্বকের প্রয়োজন আরো বেশি সচেতনতা, আরো বেশি যত্ন। এই শীতে আপনার সোনামণির ত্বকে যত্নে জেনে নিন কিছু ভীষণ প্রয়োজনীয় টনিক এক্সপার্ট টিপস।

এই শীতে বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করতে পর্যাপ্ত গরম কাপড় দিয়ে ঢেকে রাখুন। তবে খুব বেশি নয়। তাহলে বাচ্চা ঘেমে অসুস্থ হয়ে পড়বে।

গোসলের পর শিশুর নরম ত্বকে ময়েসচারাইজিং লোশন ব্যবহার করুন। বাজারে অনেক ধরণের লোশনের মধ্য থেকে ডাক্তারের পরামর্শমতো আপনার সন্তানের জন্য ভালোটি বেছে নিন। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে।

বাচ্চাকে বেশি সময় নিয়ে গোসল করানো উচিত না। গোসলের আগে পানির তাপমাত্রা অবশ্যই দেখে করে নিন যেন তা বেশি গরম বা বেশি ঠাণ্ডা না হয়।

বাচ্চার ব্যবহারের কাপড় আলাদা রাখুন এবং নিয়মিত পরিস্কার করুন। এবং বাচ্চার কাপড় যেন আরামদায়ক হয়, খসখসে বা শক্ত ধরণের যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন।

ত্বকের যেকোনো সমস্যা যেমন র‍্যাশ, ফুলে গেলে বা লাল হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিন। 

সোনালীনিউজ/এমএইচ

 

Link copied!