ঈদে দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব, ফতুয়া-পাঞ্জাবিতে নতুনত্ব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ১১:৫৫ এএম
ঈদে দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব, ফতুয়া-পাঞ্জাবিতে নতুনত্ব

আর ক'দিন পরেই ঈদ। এরই মধ্যে জমে উঠেছে বেচা-বিক্রি। রাজধানীতে ঈদের কেনাকাটায় বাড়তে শুরু করেছে ছেলেদের পোশাকের বেচা বিক্রিও তবে মার্কেটগুলোতে পছন্দ মতো পাঞ্জাবি-ফতুয়া পেলেও ডিজাইনে তেমন কোনো নতুনত্ব নেই বলে জানালেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি, দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ফতুয়া-পাঞ্জাবিতে নতুনত্ব এনেছে তারা।

অন্য সময়ের চেয়ে একটু আলাদা উৎসব কেন্দ্রিক কেনাকাটা। ঈদকে সামনে রেখে পাঞ্জাবি কিনতে এসেছেন অনেকেই। কেউ নিজের জন্য আর কেউ কিনছেন প্রিয় মানুষকে উপহার দেয়ার জন্য। উৎসবের এই কেনাকাটায় সম্প্রীতির বন্ধনকেই বড় করে দেখছেন ক্রেতারা। তাই নতুন পাঞ্জাবি হতে হবে আরামদায়ক, এমনটাই বলছেন তারা।

পাঞ্জাবির পাশাপাশি ফতুয়াও কিনছেন অনেকে। কটন আর অ্যান্ডি কটনের ফতুয়াই পছন্দের শীর্ষে রাখছেন তারা। সব ধরনের ক্রেতার চাহিদাকে মাথায় রেখেই পোশাকে নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানালেন বিক্রেতারা। আগামীতে আরও নতুন ডিজাইনের পোশাক বাজারে আসবে বলেও জানালেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!