চুলের স্টাইলই বলে দিবে মেয়েটি বিবাহিত না কুমারী?

  • লাইফস্টাইল ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৪:৫৬ পিএম
চুলের স্টাইলই বলে দিবে মেয়েটি বিবাহিত না কুমারী?

ঢাকা: স্টাইলের এ যুগে বয়স আর প্রফেশন ভেদে আমরা অনেকেই অনেক ধরনের স্টাইল করে থাকি। আর এর মধ্যে চুলের স্টাইলের দিকেই সবার নজর থাকে। তবে মিয়ানমারে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মেয়েদের চুলের স্টাইলই বলে দিবে মেয়েটি বিবাহিত না কুমারী।
সেন্ট্রাল মিয়ানমারের প্রত্যন্ত গ্রাম ইয়াই পোতে গাই। এই গ্রামে গেলে আপনার চোখে পড়বে মেয়েদের ভিন্ন রকমের চুলের স্টাইল। আর চুলের এই স্টাইল দেখেই আপনি তাদের বয়স ও পারিবারিক জীবন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

চুলের এই স্টাইল সেই গ্রামের ঐতিহ্যের একটি অংশ। গত ২শ বছর ধরে এই গ্রামের বাসিন্দারা বয়স ভেদে এভাবেই চুল কেটে আসছেন। আর এমন স্টাইল দেখে নিমিষেই বোঝা যায়, কোন মেয়েরা বিবাহিত এবং কারা কুমারী। অর্থাৎ আপনি কোন মেয়েদের সঙ্গে ডেটিং করতে পারবেন।

অবিবাহিত মেয়েরা চুলগুলো মাথার ওপরে তুলে একটা পনিটেল বা খোঁপা করে তাতে ফুল গুঁজে দেয়। আর বিবাহিত নারীরা মাথার পিছনে নিয়ে বিনুনি বা খোঁপা করে থাকেন। 

সোনালীনউজ/ঢাকা/এসআই

Link copied!