প্রকাশিত হচ্ছে আফজাল খাঁন দয়ালের কাব্যগ্রন্থ ‘ভ্রুমধ্য দর্প’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:৫৭ পিএম
প্রকাশিত হচ্ছে আফজাল খাঁন দয়ালের কাব্যগ্রন্থ ‘ভ্রুমধ্য দর্প’

ছবি : প্রচ্ছদ ‘ভ্রুমধ্য দর্পণ’

ঢাকা : ‘উৎসব প্রকাশনা’ থেকে প্রকাশিত হচ্ছে কবি আফজাল খাঁন দয়ালের প্রথম কাব্যগ্রন্থ ‘ভ্রুমধ্য দর্পণ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সাগর ইসলাম।

গ্রন্থ সম্পর্কে কবি ভূমিকায় লেখেন, একটি পাণ্ডুলিপি মূলত একজন লেখকের চিন্তা,চেতনার বহিঃপ্রকাশ। এই পাণ্ডুলিপি পাঠের মাধ্যমে একজন পাঠক ও যদি তার নিজেকে শব্দের কঙ্কালে বাস্তবিক উপলব্ধি করতে পারে সেটাই আমার লেখক জীবনের স্বার্থকতা।

তিনি আরও লেখেন, যেহেতু ক য়ে কলম, কালি, কাক অথবা কোকিল যা কিছুই হোকনা কেন ক য়ে কানুনটাই যাত্রা পথ। অথবা ঈ তে ঈশ্বর ঈ তে ঈগলের চোখ জলের গভীরে ছুটে চলা মাছের গতিবিধি দেখতে পায় মূলত প্রতিশব্দের প্রতিবিম্বে  ঘুম টুপি পরিয়ে দিলে- এক ও অভিন্নত্বের মোক্ষম মুখোস উন্মোচিত হয়।’

‘তেমনি মস্তিষ্কের মিহিরগে যখন ক্ষুধার্ত হাঙ্গরের থাবায় রক্তাক্ত জখম হয়, তখন জন্ম নেয় মস্তিষ্ক ও শব্দ যোগলের ফুটফুটে শাবক। যেহেতু একজন লেখকের ঘিলু পঁচা শব্দ পাঠকের খাদ্যদ্রব্য। সে লক্ষ্যেই শব্দের নাভিকূপ খনন করে জল তুলে আনার মগ্নতায়;

ঝুড়ি বোঝা লবনাক্ত ঘাম আর নির্ঘুম রাতের শ্রমে-

প্রকৃতি,সমাজ,বৈষম্য হতে ছুঁড়ে আসা কংক্রিটের

ঘাত/প্রতিঘাতে জর্জরিত অতীত ও বর্তমানকে শিক্ষক রুপে কাঁধে নিয়ে ভবিষ্যতের লক্ষ্য ও হিসেব গুলোকে শব্দের গাঁথুনিতে কবিতায় রুপান্তরিত করে সমষ্টিগত পাণ্ডুলিপিতে রুপ দেওয়ার চেষ্টা করেছি ।’

গ্রন্থটির প্রি-অর্ডার চললে। প্রি-ওর্ডার নিচ্ছে অনলাইন বুকসপ ‘বুক আর্থ’। অর্ডার করতে ক্লিক করুন- বুক আর্থ

সোনালীনিউজ/এসএন

Link copied!