মহসিনা সরকারের তিনটি কবিতা

তোমার নামের ক্ষত আজও অক্ষত

  • মহসিনা সরকার | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৮:২২ পিএম
তোমার নামের ক্ষত আজও অক্ষত

ছবি (প্রতীকী)

হলদে প্রতীক্ষা
 
তোমাকে ভুলিয়ে দিয়েছি 
ঘুম জেগে কেনা মিথ্যে প্রলোভনে, 
অজ্ঞাত মৃত্যুর অপেক্ষায় আছি 
অনুভূতিহীন সকালের দ্বারপ্রান্তে। 

গন্তব্য না খুঁজে 
হলদে হওয়ার সময় ভাসিয়ে দিয়েছি,
প্রতীক্ষিত ট্রেনটি হয়তো 
তোমায় ধরে নেবে কোন অফুরন্ত অনন্তে। 

স্বপ্নময় ভেবে অবহেলায় 
ধ্বংস করেছি নাগরীয় কোলাহল 
ঘোর ভেঙে দেখি সব শেষ 
আমার চেতনার আচম্বিত দিগন্তে।

পবিত্র শত্রু 

তোমায় ভালোবাসার ফলে 
হারাচ্ছি নিজের সত্তা-প্রেম,
শিশিরের শুভ্রতায় তোমার হয়ে 
আমার কবিতারা যায় নির্বাসনে।
 
তোমার নামের ক্ষত আজও অক্ষত,
শীতল খোয়াবেরা পালিয়েছে পলকেই  
অফুরন্ত অপেক্ষা নিয়ে বসে আছি 
মুখোমুখি হব পবিত্র শত্রুর। 

প্রবাহধারা 

প্রহরীর মতো জেগে থেকে চলে যায় রাতেরা,
বৃষ্টির ফোটার মত ঝরে পড়ে কুয়াশারা,
রাস্তা কাপিয়ে চলে যায় দূরপাল্লার মালবাহী ট্রাক,
ছাদের রেলিং এ জমে থাকে মৃত আবেগগুচ্ছ,  
ভিজে যায় মরচে পড়া টিনের চালের আস্তরণ, 
আর বিশালদেহী সেগুন গাছের ছোট্ট পরগাছা,
শুধু মরেনা অজ্ঞতা এই লেলিহান আগুনমুখী সমাজের।


সোনালীনিউজ/এসএন

Link copied!