মীম মাশকুরের বর্ষা বন্দনা

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৬, ০৭:৩৯ পিএম
মীম মাশকুরের বর্ষা বন্দনা

প্রেম-বর্ষা বরিষন

মীম মাশকুর


বর্ষায় ঝুপ করেই আঁধার নেমে এল
ঝরঝরে কাঁচ ঝড়া দিনকে পলকে
আঁধারে ঢেকে-
দুঃখ যেমন হাসিকে কেড়ে নেয়।

তুমি এলে ভরা বাদল ক্ষণে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান

তুমুল বর্ষণে রিমঝিম নেই শহরে
কেবলই অঝোরে জলঝরার বিরামহীন শব্দ পতন
ঘোলা শার্শিতে আরও ঘোলাটে মেঘলা ক্ষণ
বিজলীর ক্ষণে ক্ষণে চমক
তোমার চোখে মদির চাহনিতে;

প্রকৃতি যখন দুয়ার খোলে
রীতি-নীতি বিধান বানের জলে ভেসে যায়
তুমি বর্ষা হয়ে ঝরলে- উষর জমিন হয়ে ভিজলাম।
তোমার লাজুক হাসির মতো সূর্যটা হেসে উঠল
মেঘের আড়াল সরিয়ে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Link copied!