কিছু থেকে যায়

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৬, ০৪:৫৪ পিএম
কিছু থেকে যায়

দুলাল সরকার:
কিছু থেকে যায় কিছু থেকে যায়
ছুঁয়ে ছিল, এরকম কিছু থেকে যায়
কিছু গায়, সময়ের পায়ে পায়ে
থেকে যায়, শরীরের প্রত্যয়
কিছু ঋণ নীল সায় থেকে যায়
কিছু হাহাকার, কিছু অনুনয়;

থেকে যায়... কলরব, পাখি ডাক
কিছু থেকে যায়... কিছু অনুভব
পাতা নড়া অশ্বত্থের সারা গায় অশ্বত্থের...
গাঢ় অনুরাগ, পাও পথ
দূর গাঁয়ে আলো মিটমিট
ছায়া পথ ঝড়ে যায়
সাদা আলো কারো চোখ যায়;

শেষ হয় দিন-রাত
নদী নায় দূর আলো
প্রণয়ের ছেড়া তার... জানালায়
কোন চোখ রেখে যায় রেখে যায়;

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!