‘টিয়ার্স অন হাইওয়ে’

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৬, ১০:৩৬ পিএম
‘টিয়ার্স অন হাইওয়ে’

ঢাকা: প্রতিবছর সড়কে প্রাণ ঝরে যায় হাজারো মানুষের। দুর্ঘটনায় আহতরা হয়ে থাকেন জীবন্মৃত। সড়কে অবিরাম মৃত্যু আর কান্নার গল্পকে ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী নূর আলম। 

তার তোলা নানা ছবি নিয়ে রাজধানীর ইএমকে সেন্টারে শুরু হয়েছে ‘অন্ধকার মহাসড়ক ও যন্ত্রদানবের গল্প’ (টিয়ার্স অন হাইওয়ে) শিরোনামে আলোকচিত্রী প্রদর্শনী। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার বিকেল ৫ টায় শুরু হয়েছে এই প্রদর্শনী। 

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো এই প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে। সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক উঠে এসেছে প্রদর্শনীতে। আছে যেমন দুর্ঘটনার কারণ অনুসন্ধান, তেমনি আছে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দুর্দশার কথা।

প্রদর্শনী চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সোনালীনিউজ/এমএন
 

Link copied!