বইমেলায় দীপংকর দীপকের দুই বই

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ১০:১৩ পিএম
বইমেলায় দীপংকর দীপকের দুই বই

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নাট্যকার, আবৃত্তিকার ও সাংবাদিক দীপংকর দীপকের দু’টি বই প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ ‘কালচক্র’ ও গল্প সঙ্কলন ‘প্রহেলিকা’।

‘কালচক্র’ গ্রন্থে শতাধিক কবিতা রয়েছে। এসব কবিতায় প্রকৃতিবাদ, কর্মবাদ, সময়ের মূল্যবোধ, মানবমনের দুঃখবোধ, স্বদেশপ্রেম, মানবপ্রেম, মৃত্যুভাবনাসহ গবেষণামূলক বিভিন্ন বিষয় উঠে এসেছে।

অন্য দিকে ১০টি গল্প নিয়ে ‘প্রহেলিকা’ গ্রন্থটি সাজানো হয়েছে। এসব গল্পে ধর্মনিরপেক্ষতা, নারী স্বাধীনতা, জীবনমুখী সংগ্রাম, প্রথাবিরোধী মনোভাব, শ্রেণিচেতনা ও সমাজ বাস্তবতা জীবন্ত উপাদান হয়ে পরিস্ফুটিত হয়েছে।

এ প্রসঙ্গে দীপংকর দীপক বলেন, ‘বরাবরের মতো এবারের বইয়েও ব্যতিক্রম ও শিক্ষামূলক বিষয়বস্তু উপস্থাপন করেছি। আশা করি, আমার বই দুটো পাঠক হৃদয়কে কিছুটা হলেও আন্দোলিত করবে।’

এর আগেও দীপংকর দীপকের অর্ধডজন মৌলিক বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ‘বুনো কন্যা’, ‘নাস্তিকের অপমৃত্যু’ ও ‘ঈশ^রের সঙ্গে লড়াই’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তা ছাড়া তার সিকুয়াল কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ যৌবন- প্রথম খণ্ড’ ও ‘নিষিদ্ধ যৌবন- দ্বিতীয় খণ্ড’ও পাঠকপ্রিয়তা অর্জন করেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!