কাজী জুবেরীর এক গুচ্ছ কবিতা

  • কাজী জুবেরী মোস্তাক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৭, ১২:৩৩ পিএম
কাজী জুবেরীর এক গুচ্ছ কবিতা

জাগো তরুণ

কাজী জুবেরী মোস্তাক

আজকে হতে প্রায় চল্লিশ বছর আগে
আমাদেরওতে যৌবন ছিলো শরীরে,
আমরাওতো ছিলাম তারুন্যে টগবগে
আজ হয়েছি চল্লিশ পেরিয়ে চার্লসে।

প্রাণভয় ভুলেছি মুজিবের কন্ঠ শুনে
দেশের জন্যে ঝাঁপিয়ে পরেছি যুদ্ধে ,
সে সময়ে আগুন জ্বলেছিলো রক্তে
দেশপ্রেম ছিলো আমাদেরও হৃদয়ে।

জেগে ওঠো তরুণ,
বয়সে এখনও তোমরাতো তারুণ্য দীপ্ত
তোমরাই করবে সব অবিচার প্রতিহত,
অথচ সেই বয়সে তোমরা মাদকাসক্ত
ঘুমিয়ে পড়েছে আজ তোমাদের রক্ত।

জেগে ওঠো তরুণ,
তারুণ্যকে উৎসর্গ করো দেশেরই জন্য
উৎসর্গ করোনা নিজেকে নেশার জন্য,
তৈরি হও আজ প্রতিবাদী কন্ঠের জন্য
হইও নাকো অপরাজনীতির তৈরি পণ্য।

জেগে ওঠো তরুণ,
তোমরা তরুণ তুলবে পাল ধরবে হাল
হইও না কারোই মিষ্টি কথায় বেসামাল,
তোমরা তরুণ হবে ন্যায়ের জন্যে ঢাল
আর অপরাধীরা ভয়ে হবে বেসামাল।


মানুষে মানুষ খোঁজে

কাজী জুবেরী মোস্তাক

মানুষ মানুষ করোরে মন
মানুষ আবার হইলি কখন?

মুখোশের এই রঙ্গমেলায়
আসল মানুষ পাওয়া দায়।

জন্মিলে যে মরিতেই হবে
একথাওতো যাই যে ভুলে,

কেমন মানুষ হইলি ভবে
মানুষের এই রঙ বাজারে?

মানুষ মানুষ করোরে মন
আসল মানুষ বলো ক’জন?

আসল মানুষ হইতে হলে
সাধন, ভজন করতে হবে।

দেখতেতো তুমি মানুষরুপী
কিন্তু অন্তরটা তো বহুরুপী।

স্বার্থে যখনই আঘাত পরে
সরুপে তখন মানুষ ফেরে।

মানুষকে ভজ মানুষ হয়ে
আসল মানুষ তবেই পাবে।


তোমার দখলে

কাজী জুবেরী মোস্তাক

ঠিক যেনো আলোক লতার মতো করে
আষ্টেপৃষ্ঠে তুমি জড়িয়ে নিলে আমাকে,
আলোক লতার মতো দখল নিয়ে নিলে,
আমি পরাভূত হয়ে যাচ্ছি তোমার কাছে
তুমি জয়ের আনন্দে হাসছো চুপিসারে।

আজ কিছুই নেই আমার আমি বলতে
শুধু অবয়বটাই দাঁড়িয়ে আছে নীরবে,
আমার শিরা উপশিরা তোমার দখলে,
তুমি বিরাজ করছো এ আমার উপরে
আর আমি নীরবে দেখছি চেয়ে চেয়ে।

নিমিষেই আমার অহংকার চুরমার করে
বসে পড়লে তুমি এই অহংকারীর হৃদয়ে,
এখানে আজ এখন তোমারই হুকুম চলে,
তুমিই ইচ্ছা মতো চালাচ্ছো এই আমাকে
আমি যেনো বুদ হয়ে আছি সে তোমাতে।

ধীরে-ধীরে আমাকে গ্রাস করেছো তুমি
এখন আর আমার নেই কোনই অনুভূতি,
শয়নে স্বপনেও যে শুধু তোমাকেই দেখি,
আর তোমার প্রেমেরই যে তরজমা করি
দিবানিশি তোমার নামে প্রেমমালা জপি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!