শিমুলের বাগানে বসন্ত লেগেছে

  • সুনামগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৪:০৫ পিএম
শিমুলের বাগানে বসন্ত লেগেছে

ঢাকা : ঋতুরাজ বসন্তের আগমনে শিমুল ফুলের রক্তিম আভায় সেজেছে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁওয়ে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে আজ বসন্তের ছড়াছড়ি। শিমুল ফুলের সেই রক্তরাঙা সৌন্দর্য দেখতে দেশ-বিদেশ থেকে হাজির হচ্ছেন পর্যটকরা। 

২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে তিন হাজারের অধিক শিমুলগাছ লাগানোর উদ্যোগ নেন। সেদিনের লাগানো চারা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। যাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই শিমুল বাগান দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। 

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকাজুড়ে টকটকে লাল শিমুলের ফুল। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বাগান। সব মিলে প্রকৃতি গড়ে তুলেছে এক অনবদ্য কাব্য। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশাল শিমুল বাগান দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। 

এদের মধ্যে যেমন আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তেমনি আছেন বিভিন্ন পেশার মানুষ। তাদেরই একজন সিলেট বিশ্ববিদ্যালয়ের তাসনিম প্রিয়তা। নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে তিনি বলেন, অসম্ভব সুন্দর একটা জায়গা, পরিবেশটাও অনেক পরিচ্ছন্ন। আমার অনেক ভালো লেগেছে, বন্ধুদের নিয়ে অনেক মজা করলাম। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের আরো আগ্রহ বাড়বে এমন সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার। 

এ ব্যাপারে বাগানের প্রতিষ্ঠাতার ছেলে আফতাব উদ্দিন বলেন, আমাদের পারিবারিক বাগানটি দেখতে প্রতিদিনই মানুষ আসছেন, আমাদেরও নানা পরিকল্পনা আছে যাতে পর্যটকরা সুযোগ-সুবিধা পায়। সড়ক যোগাযোগের উন্নয়নের বিষয়ে একটু নজর দেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!