খোসের ভাষা আমি পড়তে পারবো কবে

সরকার মাসুদ এর কবিতা

  • সরকার মাসুদ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০১৮, ১১:৫৬ এএম
সরকার মাসুদ এর কবিতা

বসে আছি একটা ভাঙাচোরা নৌকার কাছে
এটা আর কখনো পানিতে যাবে না।
এই নৌকাটা আর কোনদিনই ঢেউখয়েরী  মাথায় উড়তে চাইবে না ফ্লাইং ফিশের মতো...

বাতাস আর ঢেউয়ের উস্কানি
আমাকে পাগল করে দিচ্ছে।
বসে আছি অবসরপ্রাপ্ত নৌকার কাছে
তার বিপন্নতার কথা বুঝতে চাইছি
আমি তার জলভ্রমণের স্মৃতির ভেতর খুজে পেয়েছি
মায়াবি শেকল আর এক পাটি জীর্ণ স্যান্ডেল....

বসে থাকবো না।  আমি আর কতক্ষণ বসে থাকবো
এই খোলা আকাশের ছাদের নিচে
আর কতটা সময় নি:হজম করবো আমি
এই নৈ:শব্দের গুণগুণ
বলো দিনান্তের পাখি, বিচ্ছেদের অন্ত্যমিল
মুখোসের ভাষা আমি পড়তে পারবো কবে?

সোনালীনিউজ/এমটিআই

Link copied!