বাস্তবায়ন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০১৬, ০৬:০৮ পিএম
বাস্তবায়ন

মোমিন মেহেদী


একদিন এখানে ঘুমিয়েছিলেন ঈশা খা; তারই পথ ধরে
ঘুমিয়েছে অনেকে। ঘুমোনোর আগে তলোয়ার ভেঙ্গেছে
মানসিংহের সাথে যুদ্ধে। আদেরত যুদ্ধ হবে। যুদ্ধে
পরাজিত হবে আগামীর ঘসেটি বেগম আর মীর জাফর
বিশ্বাস না হলে লড়তে পারেন; লড়াই করে দেখতে
পারেন ইতিহাসের ক্রীড়ালোক।

নদীবতি মেয়ের প্রেম হবে; হবে প্রেমজ আত্মিয়তা
অনভিপ্রেত অসংখ্য বিলাসদ্রব্য নিয়ে চলছে যে আজ; তারও
সমাপ্তি হবে। আমরা প্রতিদিন প্রতিমুহুর্তে জেগে উঠবো
আলসেমী ভুলে...

মাসকাটা, ঈলশা আর কীত্তনখোলার ছলাৎ ছলাৎ কীত্তন শুনতে
উম্মুখ হয়ে আছে মনের আঙিনা কেউ ভুলুক আর
নাই ভুলুক আমরা ভুলবো না আমাদের বর্তমান
বর্তমান ছাড়া ইতিহাস ম্লান হয়; ম্লান হয়
ভবিষ্যতের রঙ।

আজম্মকালবধি আমাদের শুভ শোভন ভোর দোর
খুলেছে মঙ্গলের প্রত্যাশায়; প্রতিদিন প্রতিরাতে।
ইচ্ছে হলেই প্রজাপতি হতে পারে মেয়ে, হযবরল
ভুলে গিয়ে ভালোবাসার হাত রাখো প্রতিদিন প্রতিহাতে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!