ক্যানভাস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০১৬, ০৫:১০ পিএম
ক্যানভাস

মোমিন মেহেদী


আমার বৃষ্টিগুলো বড়বেশি শাদা; জল নয় তবু
জল জলজ আভায়। আমার বৃষ্টিগুলো বেমানান
রাজপথে, রাজতটে,  রাজ আঙিনায়। আর বৃষ্টিগুলো
বয়ে যায় নদীয়াল সুখে।

তারপরও কেউ নেই আদরের আল্পনা আঁকে
তারপরও কেউ নেই আর পিছু ডাকে
তারপরও কেউ নেই আমার কাছে থাকে
বড় বেশি প্রয়োজন আজ কাছে থাকা, কাছে
ডাকা, কাছে আঁকা আল্পনা আগামীর আবদ্ধ
আলোকিত প্রেমে।

কেউ আসে জ্যোৎনায়
কেউ আসে আঁধারে
কেউ আসে বিপদে
কেউ আসে পাথারে

তারপরও ছুটে চলে ঘোলা ঘোলা মেঘ। বৃষ্টিরা
একটানা ঝরে যায়। কেউ দেখে অশ্রু কেউ
দেখে জল; তখনও কান্না হয়ে অনর্গল  ঝরছিল
বিরহ আবেগ...


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!