হারানো দিনের স্টেনগান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৬, ০৪:২৮ পিএম
হারানো দিনের স্টেনগান

জাকির জাফরান


মার্চ মাস এলেই আগুন জ্বলে চোখে
আগ্নেয়াস্ত্র টের পাই নিজের সিথানে
বুকেতেও আগুন জ্বলে যখনই দেখি
ছদ্মবেশে ডাকু বসা আমারই বিতানে।

তৃষিত নয়ান জোড়া দেখ খোঁজে ফিরে
হারানো দিনের সেইসব স্টেনগান
কোথায় আমার নিভু নিভু জ্বলে ওঠা
ডাকুদের ফাঁকি দিয়ে জাগা অভিমান?

স্মৃতিকাতরতা দূর হও, দূর হও
জমে থাকা প্রেম, বিরহের কলতান,
মার্চ এল, তবু ডাকিনীরা হাঁক দেয়,
ফিরে চাই হারানো দিনের স্টেনগান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!