ডিইউজের নির্বাচন স্থগিত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১০:৫৪ পিএম
ডিইউজের নির্বাচন স্থগিত

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় ডিইউজে নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে সদস্যদের স্বার্থে নতুন নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করা হবে।

এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, পক্ষসমূহ ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

ডিইউজে নির্বাচন সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হিসেবে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এম

Link copied!