ত্বহার পরকীয়ার ছবি ও অভিযোগ প্রমাণ দিলেন স্ত্রী সাবিকুন নাহার 

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৪:২৯ পিএম
ত্বহার পরকীয়ার ছবি ও অভিযোগ প্রমাণ দিলেন স্ত্রী সাবিকুন নাহার 

ফাইল ছবি

সাবিকুন নাহার সোমবার রাতে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে আবু ত্বহা মুহাম্মদ আদনানের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের নানা অভিযোগ প্রকাশ করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, তার স্বামীর সঙ্গে একাধিক মেয়ের যোগাযোগ ছিল। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে এয়ার হোস্টেস জারিন জাবিনের ছবি প্রকাশ করেছেন।

তিনি দাবি করেছেন, তার স্বামী ছেলেদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ছবি আদান-প্রদান এবং বিশেষ সুবিধার অজুহাতে মেয়েদের কাছে বিভিন্নভাবে সময় কাটাত। সাবিকুন নাহারের পোস্টে বলা হয়েছে, কয়েক বছর ধরে এসব যোগাযোগ চলছিল এবং তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হতো।

সাবিকুন নাহার আরও জানিয়েছেন, পাশে থাকা সত্ত্বেও স্বামী মেয়েদের দেখলে মাশাল্লাহ বা সুবহানাল্লাহ বলে নজর দিত। তিনি জানিয়েছেন, তার সংসার ও দুই সন্তান এই সব কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজের মেয়ের সঙ্গে স্বামীর যোগাযোগও মানসিক যন্ত্রণার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোস্টে সাবিকুন নাহার বলেন, সংসারে থাকা, পাশে থাকা, দায়িত্ব পালন করাও কখনও স্বামীর কাছে মানসিক চাপ তৈরি করেছে। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছরের সংসার জীবনে সবকিছু সঠিক রাখার চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সংসার ধ্বংস হয়ে গেছে।

এ বিষয়ে সাবিকুন নাহারের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এসএইচ

Link copied!