ফাইল ছবি
ঢাকা: রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, তা উদ্ভট এবং ডিজায়ার।
সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘জামায়াত আমির মোটেও বোকা মানুষ নয়। এই দলটাও এত বোকা নয় যে তারা এমন হাস্যকর প্রতিশ্রুতি সামনে আনবে। আমার মনে হয়, এটা আসলে বিএনপিকে বিপদে ফেলার জন্য করা হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেছেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, দুধ পান করাচ্ছেন এবং একই সঙ্গে পেশাজীবী দায়িত্ব পালন করছেন। ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা করার বিষয়ে ভাবছে জামায়াত।
জাহেদ উর রহমান বলেন, ‘যদি জামায়াত ক্ষমতায় আসে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তাহলে নারীরা চাকরিতে নেওয়া হবে না। এটি স্পষ্ট বৈষম্য। পুরুষের জন্য ৮ ঘণ্টা আর নারীর জন্য ৫ ঘণ্টা কর্মঘণ্টা সমান বেতন সহ কার্যকর করা হলে, পুরুষরাও বলবে, আমি পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করব। এ ধরনের পরিস্থিতি তৈরি হবে।’
তিনি আরও মন্তব্য করেন, ‘মাঠে জামায়াত উদ্ভট ও বাস্তবায়নযোগ্য নয় এমন অনেক প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন করবে। এসব প্রতিশ্রুতি বিএনপিকে চাপে ফেলবে। এজন্য বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো ব্যাখ্যা করতে হবে এবং নাগরিকদের সচেতন হতে হবে যাতে কোনো দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট না চাইতে পারে।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘শুধু জামায়াত নয়, বিএনপি, এনসিপি বা অন্য যে কোনো দল নির্বাচনের আগে উদ্ভট প্রতিশ্রুতি দিচ্ছে কি না, জনগণকে খেয়াল রাখতে হবে। প্রতিশ্রুতির সঙ্গে বিস্তারিত পরিকল্পনা থাকতেই হবে।’
এসএইচ
আপনার মতামত লিখুন :