ভিডিও থেকে নেওয়া
ঢাকার একটি লোকাল বাসে পোশাক নিয়ে কটু কথা বলার ঘটনায় এক তরুণীর তীব্র প্রতিরোধের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, জিন্স ও টপ পরিহিত তরুণী বাসের সামনের সিটে বসার পর এক ব্যক্তি তার পোশাক নিয়ে কটু মন্তব্য করতে শুরু করেন। উত্তেজিত হয়ে তরুণী ওই ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে বলেন, কেন আমার পোশাক নিয়ে কথা বলছ।
এরপর কটু কথা বলা ব্যক্তি চড় মারলে তরুণী তার পা থেকে জুতা খুলে ব্যক্তিকে জুতাপেটা শুরু করেন। ঘটনা চলাকালীন ওই ব্যক্তি তরুণীকে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেন, কিন্তু তরুণী আবার উঠে দাঁড়িয়ে জুতাপেটা চালিয়ে যান।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তরুণীকে সাহসী হিসেবে প্রশংসা করছেন, আবার কেউ কেউ তার এই প্রতিরোধকে সমালোচনা করছেন। ঘটনার পর সামাজিক মাধ্যমের আলোচনায় বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :