হাসিনার ঘনিষ্ঠদের অনেকেই এখনো সক্রিয়: স্নিগ্ধ 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:০৭ পিএম
হাসিনার ঘনিষ্ঠদের অনেকেই এখনো সক্রিয়: স্নিগ্ধ 

ফাইল ছবি

জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, মাস্টারমাইন্ড পালিয়ে গেলেও তার কসাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তোলেন।

পোস্টে তিনি লেখেন, ১৬ বছর ধরে শেখ হাসিনা যদি স্বৈরাচারের মূল পরিকল্পনাকারী হয়ে থাকেন, তবে সেই ক্ষমতার সবচেয়ে নিষ্ঠুর হাতিয়ার ছিলেন এনটিএমসির জিয়াউল আহসান। কার ফোনে আড়ি পাতা হবে, কাকে গুম করা হবে-এসব সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

মীর স্নিগ্ধ বলেন, স্বৈরশাসকের পতন এবং তাঁর মৃত্যুদণ্ডের রায় স্বস্তির হলেও, অন্তর্বর্তী সরকারের বড় পরীক্ষা হবে সহযোগী অপরাধীদের বিচারের মাধ্যমে। তাঁর ভাষায়, সাপ মেরে লেজে বিষ রেখে লাভ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠদের অনেকেই এখনো সক্রিয়। জনগণ শুধু আশ্বাস নয়, প্রত্যক্ষ দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।

এসএইচ 
 

Link copied!