হচ্ছে না নির্বাচন, ভেতরের খবর ফাঁস করলেন জিল্লুর রহমান

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৩৭ পিএম
হচ্ছে না নির্বাচন, ভেতরের খবর ফাঁস করলেন জিল্লুর রহমান

ফাইল ছবি

জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বর্তমান সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন তিনি দেখছেন না। তার ভাষায়, এখন নির্বাচন হলেও সেটি হবে কেবলই একধরনের হাস্যকর আয়োজন, যেমনটি হয়েছিল ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালে, কিংবা আরও পেছনে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি এসব মন্তব্য করেন। তিনি প্রশ্ন তুলেছেন, অনেকে যখন নির্বাচন প্রত্যাশা করছেন, তাদের কোন ভিত্তিতে সেই ধারণা তৈরি হচ্ছে। প্রস্তুতি কোথায়, সদিচ্ছা কোথায়, বা রাজনৈতিক দলগুলোর তৎপরতার কোন আলামতই বা দেখা যায়।

জিল্লুর রহমান বলেন, নির্বাচনটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। গত ১৪ মাসে দেশের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা যে সংকটে পড়েছে, তাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। বিএনপিও সরকারের ওপর বিশেষ চাপ সৃষ্টি করেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন কেন দেশে ফিরছেন না। তারেক রহমান জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে না। এমন কিছু বিষয় আছে যা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত, যদিও সব কিছু তিনি প্রকাশ করতে পারছেন না। রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে তিনি দেশে ফিরবেন বলেও উল্লেখ করেন তিনি।

জিল্লুর রহমান মনে করেন, এই রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বিএনপি বা তারেক রহমানের অনুকূলে নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন তিনি দেখছেন না। তার মতে, এই সরকারের অধীনে তিন মাস পরে, ছয় মাস পরে বা তারও আগে নির্বাচন আয়োজন করা সম্ভব হলেও প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়েছে এবং বিএনপিও সেই ফাঁদে পা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত, বিএনপি ও এনসিপিকে ঘিরে জোটবদ্ধ রাজনীতির আলোচনা ছিল সরগরম। কিন্তু হঠাৎই পরিস্থিতি থমথমে, উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক হয়ে উঠেছে। এর মধ্যেই দেশের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহা, কখনো যুক্তরাষ্ট্র, কখনো আবার দিল্লিতে দৌড়ঝাঁপ করছেন।

জিল্লুর রহমানের মতে, আগামী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যও হতে পারে ঘটনাবহুল। এমন পরিস্থিতিতে জনগণের সরকার বা সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকলে চিত্র ভিন্ন হতে পারত বলে তিনি মনে করেন। তবু তিনি আশাবাদী-ধ্বংসস্তূপের মধ্য দিয়েও মানুষ ঘুরে দাঁড়ায়, দেশ ঘুরে দাঁড়ায়, ইতিবাচক ধারা তৈরি হয়।

শেষে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করুক। দীর্ঘদিন তিনি দেশের জন্য কাজ করেছেন। হয়তো আগের মতো রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না, কিন্তু পরিবারের অভিভাবক ও দলের শক্তি হিসেবে তার অস্তিত্ব এখনো গুরুত্বপূর্ণ। তিনি সুস্থ হয়ে উঠুন-এটাই সকলের প্রত্যাশা।

এসএইচ
 

Link copied!