মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৮, ০১:৩৭ পিএম
মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বুধবার (২৮ মার্চ) সকালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা শহরে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালী করা হয়। সকালে শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম শওকত আলম মজুমদার।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন- দেশে সংবাদ পত্রের স্বাধীনতা থাকলেও সাংবাদিকদের কোন স্বাধীনতা নেই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। দৈনিক আমাদের সময় দেশের সংবাদ পত্র জগতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। তাই এ পত্রিকাটির কল্যান ও সমৃদ্ধি কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দিুপ, জেলা পরিষদের সদস্য ও ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন অনুষ্ঠান সঞ্চলনা করেন আমাদের সময়ের মুন্সীগঞ্জ প্রতিনিধি নাদিম মাহমুদ।


 
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসফাক উজ্জামন, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইণ, জেলা ডিবি পুলিশের (ওসি) মো: ইফনুচ আলী, দৈনিক সভ্যতার আলোর বার্তা সম্পাদক মামুনুর রশীদ খোকা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এড.লাবলু মোল্লা, এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, চ্যানেল নাইন এর প্রতিনিধি শিহাবুল হাসান, আজকালের প্রতিনিধি আনমনা আনোয়ার, আলোকিত বাংলাদেশে প্রতিনিধি মাসুদ রানা, এসসিটিভির সম্পাদক আব্দুস সালাম, আমার সংবাদের প্রতিনিধি আবু হানিফ রানা, কালের ছবির কর্ণধার আল মামুন, এনটিভির ফটো সাংবাদিক সুমিত সুমন, চ্যানেল ২৪ এর ফটো সাংবাদিক রাজিব বাবু ,বাংলা নিউজের প্রতিনিধি সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আপন দাস আরও অনেকেই উস্থিত ছিলেন।

এ দিকে আলোচনা শেষে প্রেসক্লাব গেট থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব ফটকের সামনে গিয়ে শেষ হয়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!