‘ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে’ এমপি আজিমের কন্যাকে প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৭:০৪ পিএম
‘ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে’ এমপি আজিমের কন্যাকে প্রধানমন্ত্রী

ঢাকা: ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।’

বুধবার (২২ মে) বিকাল সোয়া তিনটার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন।

ফেসবুক স্ট্যাটাসে ডরিন লেখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।’

ডরিনের এ পোস্টে শারমিন শরিফ নামের একজন লিখেছেন, ‘শুধু ফেসবুকে দেখেই যতটুকু বুঝেছি আনার ভাইয়ের মতো একজন এমপি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।’ 

আইএ

Link copied!