টিআইবির প্রতিবেদন ‘মনগড়া’ : মন্ত্রিপরিষদ সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৭:৫৭ পিএম
টিআইবির প্রতিবেদন ‘মনগড়া’ : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব (ছবি : সংগৃহীত)

ঢাকা : ‘জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি ও চর্চা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে টিআইবি বলেছে, জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক বিষয় প্রাধান্য পাচ্ছে, মেধা উপেক্ষিত হচ্ছে। এমনকি বিধিমালায় না থাকলেও পদোন্নতিতে গোয়েন্দা প্রতিবেদনকে গুরুত্ব দেয়া হচ্ছে।

জনপ্রশাসন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ টিআইবির ওই গবেষণা প্রতিবেদকে ‘মনগড়া’ বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে তেমন নয়।’

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রিপোর্টটি আমি দেখিনি এখনও। আমাদের হ্যান্ডওভার করেনি। নিউজে যেটুকু আসছে, আপনারা যেমন জানেন আমিও জানি। তবে তারা যেটা ঢালাওভাবে বলেছেন, (পরিস্থিতি) ওরকম নয়। আমাদের কাজগুলো ওরকম নয়।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!