জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ০৭:২৫ পিএম
জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে চার কমিশনার। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন তারা।  

শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় নির্বাচন  বৈঠকে বসেছেন তারা। কমিশনার শাহাদৎ হোসেন চৌধুরী, মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম বৈঠকে বসেন।

এদিকে, বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের সার্বিক দিক নিয়ে আলোচনা করতেই সিইসির সঙ্গে বৈঠকে বসেছি।’

এ ছাড়াও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত রয়েছেন। এদিকে সিটি নির্বাচনে ভোটের হার বিষয়ে এনআইডির মহাপরিচালক সাইদুল ইসলাম বলেন, ‘কত শতাংশ ভোট পড়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ভোটের হার প্রত্যাশিত নয়। আমরা ধারণা করছি ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে।'

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!