১ সেপ্টেম্বর থেকে ট্যাক্স আদায়ে চিরুনি অভিযান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২০, ০৪:৩৮ পিএম
১ সেপ্টেম্বর থেকে ট্যাক্স আদায়ে চিরুনি অভিযান

মেয়র আতিকুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: ১ সেপ্টেম্বর থেকে ট্যাক্স আদায় এবং ট্যাক্সের পরিধি বাড়াতে চিরুনি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

দুপুরে উত্তরায় উত্তর সিটির পরিচ্ছন্নকর্মীদের ঈদ পরবর্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকদের ট্যাক্স পরিশোধের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কাউন্সিলরদের ১ অক্টোবরের আগে ঝুলন্ত তার সরিয়ে ফেলার নির্দেশ দেন মেয়র। কোরবানির বর্জ্য অপসারণ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানান পরিচ্ছন্নকর্মীদের।

২০২১ সালে গাবতলীতে ৪৮৪ পরিবারের জণ্য ৪ টি ভবন উদ্বোধন করা হবে বলে জানান আতিকুল ইসলাম।

সোনালীনিউজ/টিআই

Link copied!