করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ফের উর্ধ্বমুখী

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৪:৪৭ পিএম
করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ফের উর্ধ্বমুখী

ঢাকা: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জনে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।

এর আগে গতকাল বুধবার দেশে আরও ১ হাজার ৪৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৩ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৫৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ২৭ লাখের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৩ হাজার ১৩০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার ৫৬৩ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৪৬৮ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৯৩৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার ১৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭৮৫ জনের।

সোনালীনিউজ/টিআই

Link copied!