দুই জেলায় সড়কে ঝরলো ১৩ প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০, ০৪:০৬ পিএম
দুই জেলায় সড়কে ঝরলো ১৩ প্রাণ

ঢাকা: দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন।এরমধ্যে মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন।তাদের মধ্যে ৬ জনই একই পরিবারের বলে জানা গেছে।অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন ৬ জন।এই দুই দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জনের মতো আহত হয়েছেন।তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরো পাঁচজন। 

মির্জাপুরে নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), রংপুরের পিরগঞ্জ উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩১), হরিরামপুরসাহাপুর গ্রামের নুলু খানের মেয়ে নুরুন্নাহার (১৬), একই গ্রামের সোবহানের ছেলে শওকত (১২) এবং পিরগঞ্জের ইসহাক মন্ডলের ছেলে হান্নান (৫০)। 

পুলিশ জানিয়েছে, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/আইএ
 

Link copied!