পাঁচ লাখ বাংলাদেশি বহিষ্কারাতঙ্কে

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৬, ০৯:৪৮ এএম
পাঁচ লাখ বাংলাদেশি বহিষ্কারাতঙ্কে

বিশ্বের ৩০টি দেশে জেলে আটক অথবা অবৈধভাবে বসবাসকারী পাঁচ লাখ বাংলাদেশি বহিষ্কার আতঙ্কে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, যে সকল দেশে এসকল বাংলাদেশিরা রয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন-ইইউ ভুক্ত দেশসমূহ।

ঢাকায় অনুষ্ঠিত সরকারের এক উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে ঐ সকল দেশে জেলে বন্দী ও অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সম্পর্কে দূতাবাসগুলোর কাছে হালনাগাদ তথ্য চাওয়া হবে। এরপরই বিদেশে দণ্ডপ্রাপ্ত ও বিচার প্রার্থী বাংলাদেশিদের ফিরিয়ে আনার কৌশল খুঁজে বের করা হবে বলে ঐ সভায় সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সরকারে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সেদেশে অবৈধভাবে বসবাসরত কয়েক ডজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি ইইউ তার সদস্য দেশসমুহে অবৈধভাবে বসবাসরত ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!